নারায়াণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ও পরাজিত মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আইভীর বাবা আলী আহম্মদ চুনকার সঙ্গে আমার আধ্যাত্মিক সম্পর্ক। এই সম্পর্ক কখনো নষ্ট হবে না। আপনারা সবাই আইভীকে সহযোগিতা করবেন। আমার শ্রদ্ধা আলী আহম্মদ চুনকার জন্য আজীবন থাকবে। তার মেয়ে আইভীর পাশে সব বিপদ-আপদে আছি, থাকবো। অদৃশ্য শক্তির মতো আইভীর পাশে থাকবো।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাটট্রিক জয়ের পর ডা. সেলিনা হায়াৎ আইভী ১৭ই জানুয়ারি সোমবার বিকাল ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের মাসদাইর এলাকায় তৈমূরের বাসভবনে মিষ্টি নিয়ে যান তিনি । সেখানে দুইজনই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিতি ছিলেন।
তৈমূর আরও বলেন, এটা নির্বাচন ছিল। আমরা আগামীতে সুন্দর মতো থাকবো। এখানে অন্য কথাবার্তা কাজে আসবে না। আমি আগেই বলেছি, আইভীর সঙ্গে আমার অন্তরের ও আধ্যাত্মিক সম্পর্ক। তিনি সবার প্রতি আহ্বান জানান মেয়রকে সহযোগিতা করার।
তৈমূর আলমের কাছ থেকে এসব কথা শুনে নবনির্বাচিত মেয়র আইভী বলেন, ভবিষ্যতে কাজ করতে গেলে অবশ্যই তার (তৈমূর) পরামর্শ নেবো। আমি পৌরসভার মেয়র থাকাকালে তার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছি। আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকবে। আমাদের পারিবারিক সম্পর্ক বজায় থাকবে। রাজনীতির জায়গায় রাজনীতি। কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গায় সম্পর্কটা থাকবে।
এসময় তৈমূর আলম খন্দকারের বাসায় গিয়ে তৈমূর চাচাকে মিষ্টি মুখ করান আইভী। তৈমূরও তার ভাতিজি আইভীকে মিষ্টিমুখ করান, মাথায় হাত রেখে দোয়া করেন।
আইভী আরও বলেন, আমরা যে যেই দল করি না কেন, আমরা সবাই নারায়ণগঞ্জের মানুষ। আমরা একত্রে বসবাস করবো। মেয়র আইভী শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়, বরং সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, সাংবাদিকদের উপস্থিতিতে চাচা-ভাতিজির পরস্পরকে মিষ্টিমুখ করানো এবং কথাবার্তার এক পর্যায়ে তৈমূর নতুন মেয়র আইভীর মাথায় হাত রেখে দোয়া করেন।