অটিজমরা সমাজে অবহেলিত নয় : ওসি রফিকুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেছেন, অটিজমরা সমাজে অবহেলিত নয়। তারাও সমাজে মানুষ। সেবার মাধ্যমেই তাদের গড়ে তুলতে হবে। প্রতিটি অস্বাভাবিক মানুষকে আমরা আদর করব, ভালবাসা দেব, ¯েœহ করব এই হবে আমাদের প্রত্যাশা। শনিবার (২৫মে) সকালে দক্ষিন কলাবাগ ডা.এ.কে.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমিতে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অটিজম আক্রান্ত লোকজনকে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করার মধ্য দিয়ে পুরো জনগোষ্ঠীকে এদের সম্পর্কে স্বাভাবিক দৃষ্টিভঙ্গির আওতায় আনার পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তাদের অবহেলা না করে সহানুভতি দেখানোর আহ্বান করছি।

ডা.এ.কে.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির সভাপতি একেএম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, স্থানীয় সমাজ সেবক সামসু প্রধাণ, ইউসুফ মেম্বার, জসিম উদ্দিন, সহকারী শিক্ষক সেতু আক্তার, মাহমুদা মুক্তাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত