নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে নারায়ণগঞ্জ জেলা অগ্রগামী সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ ৮ই মার্চ সোমবার সকাল থেকে নাসিক ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জস্থ সংগঠনের নিজ কার্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ফ্রী চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রগামী সামাজিক সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি যুবলীগ নেতা খান মাসুদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মদনগঞ্জ ধান চাল বনিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ মোখলেছুর রহমান।
বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা যে সমস্ত রোগের চিকিৎসা সেবা ফ্রীতে প্রদান করা হয়েছে। অত্যাধুনিক মেশিন দ্বারা চক্ষু পরীক্ষা, চোখে পানি পড়া, ছানি পড়া, ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া এবং মাথা ব্যাথা সহ চোখের যাবতীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, সাপ্তাহিক সত্যের পাতা পত্রিকার সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা, বন্দর থানা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোনিয়া আক্তার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক মে. পলাশ, সায়মন খান, সোরাম, প্রিন্সসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।