রোগীর কাছ থেকে বেশী মূল্য নেওয়ায় নবজাতক হাসপাতালকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের মিতু ক্লিনিক ও বাংলাদেশ নবজাতক হাসপাতালে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযান কালে সহযোগিতায় ক্যাব এর প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজার পরিদর্শন কালে শহরের চাষাড়া আমলাপাড়ায় মিতু ক্লিনিকের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৩০ হাজার ও ৫১ ধারায় ৫০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও সাইনবোর্ডে অবস্থিত বাংলাদেশ নবজাতক হাসপাতাল কে রোগীর কাছ থেকে প্রদর্শিত মূল্য অপেক্ষা বেশী মূল্য নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত