মদনপুর ডেন্টাল কেয়ারে চিকিৎসার নামে মহাপ্রতারণার অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার অন্তর্গত মদনপুরের একতা সুপার মার্কেটে অবস্থিত মদনপুর ডেন্টাল কেয়ারে চিকিৎসার নামে মহাপ্রতারণার ফাঁদ খোলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া মেশিনের নির্গত ক্যামিক্যাল ও স্প্রের কারণে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে স্থানীয় জনগণ। বিভিন্ন রোগীদের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা মিলেছে।

সূত্র মতে ডেন্টিস্ট শিরিন আক্তারের ব্যবস্থাপনায় অত্র ডেন্টাল কেয়ার পরিচালিত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজের ১জন ডাক্তারের নাম বিক্রি করে অদক্ষ, অনভিজ্ঞ কলেজ পড়–য়া একটি ছেলেকে দিয়ে এক্সরে মেশিনারীজ পরিচালনা করা হয়। রোগীদের কাছ থেকে ডাক্তারের ফি এবং এক্সরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ নেয়া হলেও এক্সরে এক্সপার্ট ব্যাক্তি ছাড়া এক্সরের সাথে সম্পর্ক নেই এমন ব্যাক্তিকে দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ করে রোগীদের সাথে মহাপ্রতারণা করা হচ্ছে দিনের পর দিন। তাছাড়া যে আয়তনের জায়গা নিয়ে মেশিনারীজ বসানোর কথা ও যে পরিচ্ছন্ন জায়গায় মেশিনপত্র থাকার কথা, তার মধ্যে যথেষ্ঠ ঘাটতি ও দক্ষতার অভাব পরিলক্ষিত হয়েছে। মেশিনের চারপাশে যে পরিমাণ পুরো দেয়াল বা পার্টিশন থাকার কথা, তা রক্ষা করা হচ্ছেনা এবং সামান্য গ্লাসের আবৃত তৈরী করে মেশিনকে রাখা হয়েছে, যার ফলে মেশিনারীজ থেকে নির্গত ক্যামিক্যাল ও ব্যবহৃত স্প্রের কারণে আশে-পাশের দোকানদার, রোগী সহ স্থানীয়রা মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির সম্মুখিন হচ্ছে। রোগীদের সাথে প্রতারণাকারী ও স্থানীয়দের স্বাস্থ্য রক্ষার্থে এ ধরণের নামসর্বস্ব ভূয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবী জানিয়েছে স্থানীয়রা।

add-content

2 thoughts on “মদনপুর ডেন্টাল কেয়ারে চিকিৎসার নামে মহাপ্রতারণার অভিযোগ

  1. I simply couldn’t depart your site prior to suggesting that
    I really loved the standard info an individual supply for your guests?
    Is going to be back continuously in order to investigate cross-check new posts

  2. I don’t know if it’s just me or if everybody else encountering problems with
    your blog. It appears like some of the text in your posts are
    running off the screen. Can somebody else please comment and let me know if this is happening to them too?
    This may be a problem with my web browser because I’ve had this happen previously.

    Many thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত