আড়াইহাজারে ডাকাত-পুলিশ সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেশীয় অস্ত্র ও ডাকাতি হওয়া মোরটসাইকেল এবং লুন্ঠিত মালামাল সহ সঙ্ঘবদ্ধ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতের সাথে পুলিশ সংঘর্ষে পুলিশের তিন সদস্য আহত ও গুলিবিদ্ধ হয় ডাকাত মিনহাজুল। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ডাকাতরা হলঃ সজিব, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও মমিন। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

তিনি জানান,শনিবার রাতে বিষনন্দী এলাকায় ৬/৭ জনের ডাকাত দল মোরটসাইকেল আরোহী দুইজনের গতিরোধ করে। মোরটসাইকেল ও মোবাইল সহ তাদের সাথে থাকা মালামাল লুটে নেয়। খবরপেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে জুয়েল নামে এক ডাকাতকে আটক করে। পরে তার দেয়া তথ্যে আড়াইহাজার ও ডেমরা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপর হামলা করলে আত্মরক্ষার্থে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়ে। এতে ডাকাত মিনহাজুল আবেদীন গুলিবিদ্ধ হয়। ডাকাতি হওয়া লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত