এম্বুলেন্স আছে চালক নেই !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় তিন মাস ধরে এম্বুলেন্সের চালক না থাকায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। জরুরি সেবা নিতে আসা কোনো রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে এম্বুলেন্স সেবা পাচ্ছেন না। উচ্চমূল্যে ছুটতে হচ্ছে বেসরকারি এম্বুলেন্স বা অন্যান্য ভাড়া গাড়ির দিকে।

ভুক্তভোগী মিনারবাড়ি এলাকার শ্যামল নামে এক ব্যক্তি বলেন, তার ছেলে আব্দুল্লাহ পেটের ব্যথা নিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ছেলেকে এম্বুলেন্সে নিতে চাইলে কর্তৃপক্ষ চালক নেই বলে জানান। পরে বাধ্য হয়ে একটি বেসরকারি হাসপাতালের এম্বুলেন্সযোগে ছেলেকে ঢাকা হাসপাতালে নিতে হয়। এতে গুনতে হয় অতিরিক্ত টাকা।

এদিকে সরকারি এম্বুলেন্স সেবা বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে স্থানীয় বেসরকারি হাসপাতালের এম্বুলেন্স। তারা সরকারি এম্বুলেন্সের চাইতে কয়েকগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় তাও পাওয়া যায় না। এতে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালের রোগীরা।

সত্যতা স্বীকার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মরতরা সাংবাদিক দের বলেন, মাস তিনি হয় বন্দর উপজেলা কমপ্লেক্সে এর এম্বুলেন্সের চালককে জেলায় নিয়ে যাওয়া হয় বলে এ ভোগান্তির সৃষ্টি হয়। টি হোসেন বাড়ির মালি ছানাউল্লাহ আরিফ তার ব্যক্তিগত অর্থায়নে লক্ষ টাকায় এক মাস এম্বুলেন্সে বাড়া নিয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রোগিদের সেবা দিয়েছে তা এখন বন্ধ হওয়ায় আবার রোগিদের ভোগান্তি হচ্ছে।

এ ব্যাপারে বন্দর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্র্মকতা ডা: মেহবুবা সাঈদের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

add-content

আরও খবর

পঠিত