আ.লীগের সুসময়ে হাইব্রিড নেতাদের আগমন ঘটেছে : কায়সার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, দলের দু:সময়ে বিএনপি জামাত জোট সরকারের আমলে মাঠে ময়দানে আন্দোলন করেছিলাম, এখানে মঞ্চে বসা আছে যারা দলের দু:সময়ে অনেক মামলা হামলার শিকার হয়েছেন, আজকে সোনারগাঁয়ে আওয়ামী লীগের সুসময়ে হাইব্রিড নেতাদের আগমন ঘটেছে, যখন কোন কর্মী বিপদে পরবে তখন হাইব্রিড নেতাদেরকে পাওয়া যাবে না। মহামারী করোনা পরিস্থিতিতে আজ ২০ই জুন রবিবার সকালে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মাঝেরচর বাসস্ট্যান্ড এলাকায় সহায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমরা সোনারগাঁয়ের সর্ব অঞ্চলের অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছি। আমরা জনগণের সুখে-দুখে ছিলাম, ভবিষ্যতে থাকবো, ইনশালাহ।

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মাঝেরচর বাসীদের উদ্দেশ্যে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাকে জয় করবেন।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল আহমেদ খোকন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুর ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী কামাল, দেওয়ান শরীফ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সোনারগাঁও উপজেলার সাবেক সভাপতি ফরিদ ভূইয়া, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয়  শ্রমিকলীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বার, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন সাবু, সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম রবিন, মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাজী লুৎফর রহমান মোল্লা, জামপুর ইউনিয়ন ৫নং ওয়াার্ড সদস্য সুজন মিয়া, জামপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড সদস্য মো. সানাউল্লাহ ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আহাম্মেদ মোয়াজ্জেম, যুবলীগ নেতা শাহরিয়ার লিয়ন, আলামিন মাষ্টার, আওয়ামীলীগ নেতা বিল্লাাল হোসেন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত