‌ব্রেন স্টোক ক‌রে‌ছে বীর মু‌ক্তি‌যোদ্ধা মোহাম্মদ আলী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়েছেন। ১৫ই জুন মঙ্গলবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপতালে নেয়া হলে সিটি স্কিন করার পর ব্রেন স্টোকে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি হাসপাতালের চিকিৎসকের পরার্মশ অনুযায়ী এখন বিশ্রাম নিচ্ছেন। তাকে এমআরআই পরীক্ষা করতে দেয়া হয়েছে। ওই রিপোর্ট আসলে সার্বিক পরিস্থিতি বিষয়ে জানা যাবে বলে বলেছেন হাসপাতালটির চিকিৎসক।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এফবিসিসিআইয়ের প্রথম সহ সভাপতি ছিলেন। ওয়ান ইলেবেন এর সময় তিনি এ সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হন। এছাড়াও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতির দায়িত্ব পালন সহ সাবেক জাতীয় সংসদ সদস্য ছিলেন।

add-content

আরও খবর

পঠিত