রবিবার না.গঞ্জ জেলা প্রশাসনের ফটো কন্টেস্টের ফলাফল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফটো কন্টেস্টের চূড়ান্ত ফলাফল আগামী ১৩ জুন রবিবার প্রকাশিত হবে। কোভিড-১৯ প্রটোকল মেনে সীমিত আকারে ও স্বল্পসংখ্যক ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিকাল ৩ টায় এ ফলাফল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর নারায়ণগঞ্জ এর ওয়েবসাইট এ ফলাফল প্রকাশ করা হবে। আজ ৮ই জুন মঙ্গলবার বেলা সাড়ে ৪টায় দিকে নারায়ণগঞ্জ বার্তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়। উল্লেখিত প্রেরিত বার্তায় বলা হয়েছে যে, ট্যুরিস্ট ফটো অ্যালবামটির মোড়ক উন্মোচনের তারিখ পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ ফ্রেমিং- একটি ট্যুরিস্ট ফটো অ্যালবাম প্রকাশের নিমিত্তে এ ফটো কন্টেস্টটির আয়োজন করা হয়। ফটো কন্টেস্টটি সর্বসাধারনের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

add-content

আরও খবর

পঠিত