৬ দফা আন্দোলনই ছিল বাঙালির প্রথম রাজনৈতিক আন্দোলন : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলন সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা প্রস্তাব পেশ করেন। কিন্তু পাকিস্তানি সম্মেলনের সাবজেক্ট কমিটি বঙ্গবন্ধুর ৬ দফা প্রস্তাব প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত দেয়া হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু ওই সম্মেলন বর্জন করেন। এবং ১৯৬৬ সালের ২১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৬৬ সালের ৭ই জুন বঙ্গবন্ধু দেশব্যাপী হরতালের ডাক দেন। ভাষা আন্দোলনের পর পাকিস্তানি শাসনামলে ছয় দফা আন্দোলনই ছিল বাঙালির প্রথম রাজনৈতিক আন্দোলন। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ এসব কথা বলেন।

কেন্দ্রীয় যুবলীগের ঘোষণা অনুযায়ী আজ ৭ই জুন সোমবার স্বাধিকার আন্দোলনের দেশব্যাপী কর্মসূচির ন্যায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বন্দর ইউনিয়ন মিরকুন্ডী কবরস্থান সংলগ্ন ডা: ইয়াছিন হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসায় এ কর্মসূচী পালন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় অত্র মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও  দোয়া করা হয়। দোয়া শেষে মাদ্রাসা সড়কে নানা ফলাদি বৃক্ষরোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মো. নাদিম, মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি,  যুবলীগ নেতা মো. শাহ আলম,কবির হোসেন, আকিব হাসান রাজু ও মাদ্রাসার শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত