বিএনপি মানেই রাজপথে স্বৈরাচারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা : আশা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাউছার আশা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা কখনই ভয় পায় না। কারণ তারা জানে রাত যত গভীর হয়, দিনের আলো তত শ্রীগ্রই আসে। প্রায় ১৪ বছর যাবৎ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকার কর্তৃক মিথ্যা মামলা হামলার শিকার হয়েছে। তবুও জিয়ার সৈনিকরা বিএনপির আদর্শের পতাকা থেকে একটুও সরে আসেনি। উল্টো দিন যতই যাচ্ছে নতুন প্রজন্ম ততই বিএনপির পতাকা তলে আসছে। কারণ তারা জানে বিএনপি মানেই গণতন্ত্র, ভোটাধিকার, দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজপথে স্বৈরাচারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আর এই যুদ্ধের সৈনিক হচ্ছেন আপনারা। আপনারাই বিএনপির মূল চালিকা শক্তি, আপনাদের কারনেই বিএনপি এখনও রাজপথে অধিকার আদায়ের যুদ্ধে টিকে আছে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৩১ই মে সোমবার বাদ যোহর নগরীর ১১নং ওয়ার্ডে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ সব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিউর রহমান জিয়া, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল, মেহেদী হাসান খান, মাকিদ মোস্তাকিম শিপলু, ওপেল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, যুগ্ম-সাধারণ সম্পাদক হোসেন লিয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহেল আলম জুয়েল, মহানগর ছাত্র দলের সহ-সভাপতি আলতাব হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা নাণ্ঠু, মোল্লা সোহেল, রাসেল, কাজী আশরাফুজ্জামান মাসুদ, দুলাল হোসেন, সবুজ, লিটন সরকার, সাইদ সরদার, আসিকুর রহমান হৃদয়, শাহিনুর ইসলাম সুমন সহ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত