নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দু:স্থদের মাঝে কাজী আক্কাস আলী মেম্বারের স্মরণে স্বেচ্ছাসেবকলীগ নেতা মো.খোকন ভান্ডারীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ ১০ই মে সোমবার বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ চাষাড়াস্থ জিয়া হলের সামনে ৫০ জন অসহায় মানুষের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণ কালে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মো.কামরুল ইসলাম, সার্জেন্ট বিশ্বজিৎ চন্দ দাস, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক, আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, এন এ এন টিভি রিপোর্টার মো.বদরুজ্জামান রতন, দৈনিক অগ্রবানী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাশিদ চৌধুরী, নিউজ২৪ নারায়ণগঞ্জ অনলাইন নিউজ পোর্টালের মিঠুন, আনন্দ টিভির ক্যামেরা পার্সন কাজী রিয়াল সাব্বির, এশিয়ান টিভি ক্যামেরা পার্সন রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।