নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক হলেন তরুণ ও মেধাবী ছেলে ইমতিয়াজ রহমান রাফি। এর আগে গত ৭ই মে শুক্রবার রাত ৯ টায় ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি রাহাত কামাল পিন্টু ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান এর নির্দেশনায় ৯০ দিনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলার কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলার নবাগত যুগ্ন সাধারণ সম্পাদক ইমতিয়াজ রহমান রাফি বলেন, আগামী দিনে যেন নারায়ণগঞ্জ জেলার সকল ড্রাইভার ভাইদের নিয়ে কাজ করতে পারি এবং তাদের দু:খ কষ্টের সময় পাশে দাঁড়াতে পারি সেজন্য নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া চাই।
এদিকে ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. আনোয়ার হোসেন আনু সাধারণ সম্পাদক মো. আল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইমতিয়াজ রহমান রাফি, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ ও প্রচার সম্পাদক মো.আরমান হোসেন নামে কমিটি অনুমোদন দেওয়া হয়।