চাষাড়ায় এস.এ পরিবহনের পার্শ্বেল শাখায় ইয়াবা সহ নারী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে র‌্যাবের বিশেষ অভিযানে চাষাড়া অবস্থিত কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এস.এ পরিবহন থেকে ৬ হাজার ৩ শত ৯৫ পিস ইয়াবার চালান সহ মবিনা আক্তার ওরফ মনি (৩০) নামে এক যুবতী নারীকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে অভিনব পদ্ধতিতে আসা ইয়াবার চালানটি আজ ৮ই মে শনিবার দুপুরে আসবে এই সংবাদের ভিত্তিতে চাষাড়া ডনচেম্বার এলাকায় এস.এ পরিবহনের পার্শ্বেল শাখা থেকে বুঝে নেয়ার সময় হাতে নাতে ওই নারীকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর সদস্যরা।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নারী মবিনা আক্তার ওরফ মনি মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা শিলিমপুর এলাকায় বলে জানা যায়।

আজ ৮ই মে শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার এক প্রেরিত সংবাদ বার্তায় জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে এবং মাদক ব্যবসা তার একমাত্র পেশা। গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিতে জানা গেছে যে, সে বিভিন্ন দ্রব্যের ভিতরে লুকায়িতভাবে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে অবৈধ্যভাবে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে আনয়ন করে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। এরই পরিপেক্ষিতে আজ ৮ই মে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল চাষাড়া এলাকা এস.এ পরিবহন কাউন্টারে সামনে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মবিনা আক্তার ওরফ মনি (৩০) কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত