নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু। ২৭ই এপ্রিল মঙ্গলবার সকালে টাইম টু গিভ ও টিম কুইক রেসপন্সের যৌথ উদ্যোগে খানপুরের ৩০০ শয্যা হাসপাতালে আউটডোরে ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো (মানবতা ঝুড়িঁ) হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার, ডাক্তার সামসুজ্জোহা সঞ্চয়, ডাক্তার সাগর অন্যান্য স্বাস্থ্ যকর্মীরা উপস্থিত ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার বলেন, ৩০০ শয্যা হাসপাতালটি এখন নারায়ণগঞ্জের একটি মাত্র করোনা হাসপাতাল। এই হাসপাতালটি ১১০টি বেড নিয়ে করোনা সেবা দিয়ে থাকি। আজকেই আমাদের রোগী ভর্তি রয়েছে ৬৬ জন। এর মধ্যে টোটাল আইসিইউতে রোগী চিকিৎসাধীন রয়েছে। করোনা রোগীদের জন্য এই হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তারা যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, তার পাশাপাশি এই ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু আমাদের সহযোগিতা করে যাচ্ছে। তিনি প্রতিদিন আমাদের সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আপনারা জানেন যে এই হাসপাতালে কোন করোনা রোগী মারা যান তখন কাউন্সিলর শওকত ও তার দলের সদস্যরা লাশ নিয়ে দাফন সম্পূর্ণ করেন। এর পাশাপাশি ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন রোগী চিকিৎসা প্রয়োজনে তিনি নজর রাখেন। আজ তিনি ৮০টি রোগীর জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফল (মানবতা ঝুড়িঁ) নিয়ে এসেছেন। বেশি ভাগই ফলগুলো ভিটামিন–সি। এর ফলে আমরা ভর্তি হওয়া সকল রোগীদের মাঝে ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়িঁ দিতে পারবো। এই জন্য কাউন্সিলর শওকতকে আমরা হাসপাতাল থেকে ধন্যবাদ জানায়। ইতিমধ্যে তিনি এমপি সেলিম ওসমান মহোদয় থেকে দুইটি গাড়ি ব্যবস্থা করেছেন। খরচটি এমপি সাহেব বহন করবেন কিন্তু দেখাশোনা করবেন কাউন্সিলর শওকত হাসেম শকু। আমরা ধন্যবাদ জানাই, এমপি সেলিম ওসমান, এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা কে। তারা সবাই আমাদের সহযোগিতা করছেন ও খোঁজখবর নিচ্ছেন।
কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, ভিটামিন সি সমৃদ্ধ ফল করোনা রোগীদের মাঝে বিতরণ গত বছর থেকে শুরু করেছি। করোনা নিয়ে ভয় পেলে হবে না, সচেতনতা দরকার। রোগীদের পাশে আমরা দাড়াবোই ইনশা আল্লাহ।
উল্লেখ্য, গত বছর মহামারি করোনার ১ম ধাপে ৩০০ শয্যা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের পাশে ভিটামিন–সি সমৃদ্ধ ফল নিয়ে দাঁড়ান টাইম টু গিভ কুইক রেসপন্স–১২। এর ধারাবাহিকতায় এই বছরেও ভিটামিন সি সমৃদ্ধ ফল (মানবতা ঝুড়িঁ) নিয়ে রোগীদের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু