প্রধানমন্ত্রী দেয়া ত্রাণ সামগ্রী পরিবহণ শ্রমিকদের দিলেন ডিসি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিদ্যমান করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৩০০ জন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। ২৬ই এপ্রিল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে ছোট বড় বিভিন্ন গণপরিবহনের কর্মহীন শ্রমিকদের মধ্যে ১৭ কেজির খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের ভিতরে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মনিরুজ্জামান বকাউল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজাসহ জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ জানান, এই খাদ্য সামগ্রী মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপহার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে সবার কাছে দোয়া চাই যাতে করে তিনি দেশের সাধারণ মানুষদের সেবা দিয়ে যেতে পারেন । এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এ সময় উপকারভোগী বাস চালক আব্বাস আলী জানান, কাজ না থাকায় খুব কষ্ট হচ্ছিল। এই খাবার সামগ্রী পেয়ে খুব উপকার হল।

এছাড়া এ সময় ট্যাংক লরী চালক আব্দুল মান্নান বলেন ,  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ত্রাণ দিয়ে ছেলে ও মেয়ে নিয়ে এখন দুইটা খেতে পাব ।

add-content

আরও খবর

পঠিত