নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের খাদ্য বিতরণ অব্যাহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহামারী করোনাভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ, অসহায়, কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক, রিক্সাচালক সহ ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ। স্বাস্থ্যবিধি মেনে ২৫ই এপ্রিল রবিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটের ভিতরে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ।

এ সময় জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৩০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজন মতো এর পরিধি আরো বৃদ্ধি করা হবে। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য আহবান জানান। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যও সবার কাছে দোয়া চায় জেলা প্রশাসক (ডিসি) মো. মোস্তাইন বিল্লাহ।

add-content

আরও খবর

পঠিত