রাতের আধারে হতদরিদ্রদের মাঝে খাবার দিচ্ছে বাবা ফাউন্ডেশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : প্রতিদিন রাতের আধারে সাহরীর সময় হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছে বাবা ফাউন্ডেশন। প্রথম রোজা থেকে শুরু এই পর্যন্ত প্রতিদিন প্রায় ১শ হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছে ফাউন্ডেশনটি। রেলস্টেশন থেকে শুরু করে পথে প্রান্তরে শুয়ে থাকা হতদরিদ্রদের ঘুম থেকে জাগিয়ে তাদের হাতে তুলে দিচ্ছে খাবার। যা পেয়ে সত্যিই আনন্দে আত্মহারা হতে দেখা গেছে ওই রাস্তার পাশে শুয়ে থাকা হতদরিদ্রদের।

খাবার পেয়ে হতদরিদ্ররা তাদের অভিমত ব্যক্ত করে বলেন, আমরা তো গরিব মানুষ। আমরা খেয়ে থাকলে কি, আর থাকলেই বা কার কি? ঈদের দিনও অনেক সময় আমাদের খবর কেউ রাখে না। ফলে দিনও আমাদের বাধ্য হয়ে পেটের দ্বায়ে ভিক্ষা করতে হয়। তারা আরো বলেন, আমরা কল্পনাও করেনি এভাবে কেউ আমাদের ঘুম ভাঙ্গিয়ে হাতে খাবার তুলে দিবে। সত্যিই ভীষণ ভালো লাগছে। যারা আমাদের মুখে রাত্রিতে খাবার তুলে দিলো, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ্ তাদের ভালো করবেন।

বিষয়ে বাবা ফাউন্ডেশনের সভাপতি মাহাদি হাসান প্রতিবেদক কে বলেন, গরিব দু:খী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের ফাউন্ডেশনের প্রধান উদ্দেশ্য। আজ এই হতদরিদ্রদের মাঝে সেহরির খাবার তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমি আশা করবো, আমাদের মত সমাজের সকল বিত্তবানরাও হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন, তাদের মুখে হাসি ফোটাবেন।

add-content

আরও খবর

পঠিত