নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাস্ট্রের তথা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সারা বছর ও রাত দিন ২৪ ঘন্টা ননস্টপ সেবা দিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। নারায়ণগঞ্জে মানুষের নিরাপত্তা নিশ্চিতে লক্ষ্যে একদিকে যেমন টহলের কাজ চলছে আর পাশাপাশি অন্যদিকে চলছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মানবিকতার কাজ। রাতে টহলের পাশাপাশি সাহরীর পূর্ব মুহূর্তে ভাসমান অসহায়দের হাতে তুলে দিচ্ছেন সাহরীর খাবার।
গত ২৩ই এপ্রিল শুক্রবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রধান প্রধান স্থানে এমন দৃশ্য দেখা গেছে। চাষাঢ়া গোল চত্ত্বর থেকে শহরের বিভিন্ন স্থানে রাস্তার অলিগলিতে শুয়ে থাকা ভাসমান অসহায় মানুষগুলোর হাতে রান্না করা খাবার বা সেহেরীর খাবার তুলে দিচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সামজিক যোগাযোগ মাধ্যমে নারায়ণগঞ্জ পুলিশের এরকম কর্মসূচীর ছবি আপলোডও হয়েছে। এরকম কর্মসূচীর ছবি স্যোশাল মিডিয়াতে আপলোড হওয়ার পর ব্যপক প্রশংসা কুড়াঁচ্ছে ।
এদিকে দেশের সবচেয়ে আলোচিত জেলা নারায়ণগঞ্জ। এই করোনা মহামারিতেও গত বছর সবচেয়ে হট স্পট ছিলো জেলা। নানা প্রতিকুলতার মধ্যে জেলার পুলিশকেও ডিউটি করতে হয়। কারণ, রাজনৈতিক নানা হিসেব নিকেষ চলে বেশি রাজধানীর নিকটত এ নারায়ণগঞ্জে। কাজ করতে গিয়ে নানা সমালোচনায়ও পড়তে হয় পুলিশকে। তবে, রমজানে নারায়ণগঞ্জ পুলিশের আরেকটা রূপ দেখা যাচ্ছে। বিশেষ করে রাতের আধাঁরে এক ভিন্ন রকম নারায়ণগঞ্জের পুলিশ। মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাত ভর টহল দিচ্ছে এক দিকে। এর পাশাপাশি মধ্য রাতে রান্না করা খাবার নিয়ে নগরীরর ভাসমানদের হাতে তুলে দিচ্ছে। ওই খাবারে অভুক্ত জন যেমন তৃপ্তির ঢেকুঁর তুলছে, কেউবা সেহারী খেয়ে রোজা রাখছেন।
নারায়ণগঞ্জ ট্রাফিকের অ্যাডমিন কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশ রাতে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি, রাস্তায় ভাসমান মানুষগুলোর হাতে খাবার তুলে দেয়া হচ্ছে। পুলিশ যেমন মানুষের নিরাপত্তায় কাজ করবে। সাথে সাথে মানবতায় শরিক হওয়া কাজের আরেকটি অংশ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, এটা অত্যন্ত সামান্য কাজ। একদিকে যেমন টহলের কাজ চলছে আরেকদিকে মানবিক কাজ আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা সবাই এভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ালে রমজান মাসে দোয়া পাওয়া যাবে। আর ‘পুলিশ ই জনতা, জনতা পুলিশ’ এ স্লোগান মধ্যেই তো জনগনের সেবার কথা রয়েছে।