নারায়ণগঞ্জ হেফাজতের সেক্রেটারি মুফতি বশির গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ই এপ্রিল মঙ্গলবার  রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকাস্থ নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মুফতি বশির উল্ল্যাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্ল্যাহ গত ২৮ই মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামি নয়।

উল্লেখ্য যে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে জেলার সিদ্ধিরগঞ্জে সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১৮টি যানবাহনে আগুন জ্বালিয়ে দেয় হরতাল সমর্থকরা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা দায়ের হয়। যে মামলা গুলোতে জ্ঞাত-অজ্ঞাত মিলিয়ে প্রায় ৩৭০০ জনকে আসামি করা হয়।

add-content

আরও খবর

পঠিত