প্লেট বিহীন রিক্সা চলাচলে কঠোর ব্যবস্থা নিতে মেয়য়কে স্মারকলিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মহাজন বলেছেন, সম্প্রতিকালে নাসিক মেয়রের উদাসীনতার কারণে একদিকে শহরে প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সার ব্যাপক দৌরাত্ম্যে যত্রতত্র সৃষ্টি হচ্ছে যানজট, অন্যদিকে প্লেটধারী পায়ে চালিত রিক্সাস মূহকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাতে প্রবেশ ও চলাচল করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তা ছাড়া মোটর চালিত রিক্সার অতিরিক্ত গতির কারণে মাঝে মধ্যেই ঘটছে নানান দুর্ঘটনা। নগরবাসীর জান-মালের নিরাপত্তা ও শহরকে যানজট মুক্ত করতে এই প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সার অবাধ বিচরণ রোধ করা ছাড়া বিকল্প কোন পথ নেই।

প্লেটধারী পায়ে চালিত রিক্সাসমূহের চলাচল শহরে নির্বিঘ্ন করতে এবং প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা চলাচলে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবীতে আজ ১২ই এপ্রিল সোমবার সকালে নাসিক মেয়র বরাবর স্মারকলিপি প্রদান কালে আবুল কাশেম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ঈদ ও রোজাকে সামনে নারায়ণগঞ্জ শহর এমনিতেই যানজটের শহরে পরিনত হয়, তার উপর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্লেট বিহীন রিক্সা ও অটো রিক্সার কারণে গোটা শহর হয়ে পরে চলাচলের অযোগ্য। এমনই পরিস্থিতিতে সার্বিক অবস্থা বিবেচনা করে প্লেট বিহীন ও মোটর চালিত রিক্সা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাসমূহে প্রবেশের ক্ষেত্রে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর প্লেটধারী রিক্সাসমূহ কঠোর কর্মসূচিতে গেলে এর দায়দায়িত্ব সিটি মেয়রকেই নিতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিক্সা মালিক সমিতির অন্যতমনেতা আব্দুর রশিদ মহাজন, আব্দুল হামিদ মহাজন, ইউনুছ আলী, মোহাম্মদ সুমন মিয়া, আলী হোসেন মহাজন, ইলিয়াছ মহাজন, ফিরোজ মহাজন, মোহাম্মদ কবির হোসেন ও নাননু মিয়া প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত