নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারাদেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ ২রা এপ্রিল শুক্রবার বাদ জুম্মা নগরীর ডিআইটি চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জেলা ও মহানগর হেফাজতে ইসলাম। এই বিক্ষোভ সমাবেশ করার কথা জানিয়েছে দলটির দায়িত্বশীলরা। সমাবেশ ও মিছিলের নেতৃত্ব দিবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আবদুল আউয়াল।
জানা যায়, মোদি বিরোধী আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ, গুলিতে নিহতদের ক্ষতিপূরণ ও গ্রেফতাকৃতদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ কর্মসূচিটি পালিত হবে বলে তারা।