করোনা সচেতনতা বজায় রাখতে জেলা পুলিশের মাস্ক বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সারা দেশে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে মাস্ক পরায় উদ্বুদ্ধ করতে বিনামূল্যে মাস্ক পরিধান সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ২১ই মার্চ রবিবার দুপুরে মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর চাষারা চৌরাস্তায় কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীর আওতায় মাঠ পর্যায়ে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে অনুপ্রেরণা উদ্বুদ্ধ করতে চায় পুলিশ। মাস্ক পরিধানে বাধ্য নয়, স্বাস্থ্যবিধি মানতে মাঠ পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করতে পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক জীবনধারা স্বাভাবিক রাখার পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে।

add-content

আরও খবর

পঠিত