উৎসবমুখর প‌রি‌বে‌শে হো‌সিয়ারী এ‌সো‌. নির্বাচ‌নে ১৮ প্রার্থীর ম‌নোনয়ন জমা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্র‌তি‌নি‌ধি ) : অত‌্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন প‌রি‌বে‌শে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশন এর পরিচালনা পর্ষদ (২০২১-২০২৩) নির্বাচনে ১৮ প্রার্থী মনােনয়ন পত্র জমা দিয়ে‌ছেন। ১৮ই মার্চ বৃহস্প‌তিবার দুপুর ১২ টায় বি‌সিক হো‌সিয়ারী শিল্প নগরীস্থ বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের হো‌সিয়ারী ভবন কার্যাল‌য়ে নির্বাচন বো‌র্ডের চেয়ারম‌্যান জি এম ফারুক, সদস‌্য ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং খন্দকার সাইফুল ইসলাম এর নিকট নাজমুল আলম সজল এর নেতৃ‌ত্বে ২০২১-২০২৩ কার্যকালের পরিচালনা পর্ষদের প‌রিচালক প‌দের ১৮ জন প্রার্থী ম‌নোনয়ন পত্র জমা দেন। প‌রিচালক প‌দের জেনা‌রেল গ্রু‌পে ১২ জন এবং এ‌সো‌সি‌য়েট গ্রু‌পে ৬ জন ম‌নোনয়ন পত্র দা‌খিল ক‌রে‌ছেন।

জেনা‌রেল গ্রু‌পে ১২ জন হ‌লেন মোঃ নাজমুল আলম সজল, মো. ক‌বির হো‌সেন, আলহাজ্ব মো. আতাউর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা হাজী আলী আহ‌মেদ শেখ, মোঃ মোজা‌ম্মেল হক, আলহাজ্ব মোঃ আবদুল হাই, আলহাজ্ব মোঃ ম‌নির হো‌সেন, বৈদ‌্যনাথ পোদ্দার, মোঃ সা‌ব্বির আহ‌মেদ সাগর, আ‌মিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হো‌সেন সুমন, আবুল বাশার বা‌সেত।

এ‌সো‌সি‌য়েট গ্রু‌পে ৬ জন হ‌লেন সাঈদ আহ‌মেদ স্বপন, আলহাজ্ব মো. না‌ছির শেখ, হাজী মোঃ শাহীন‌ হো‌সেন, আলহাজ্ব না‌ছিম আহ‌মেদ, আলহাজ্ব মোঃ আতাউর রহমান, আলহাজ্ব মোঃ‌ মিজানুর রহমান।

এদিকে আগামী ১০ এ‌প্রিল অনু‌ষ্ঠিত হ‌বে বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌ন (২০২১-২০২৩ ইং) প‌রিচালনা পর্ষদ নির্বাচন। নির্বাচনে আপীল বো‌র্ডের চেয়ারম‌্যান হি‌সে‌বে এড‌ভো‌কেট হাসান ফের‌দৌস জু‌য়ে‌ল, এবং সদস‌্য হি‌সে‌বে সো‌হেল আক্তার সোহান ও মোঃ আ‌রিফ দিপু দা‌য়িত্ব পালন কর‌ছেন।

add-content

আরও খবর

পঠিত