পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে ২ শতাধিক ব্যবসায়ীকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। ৯ই মার্চ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকার রহমত উল্লাহ মুসলিম ইনস্টিটিউট মার্কেটের দোকান মালিকগণ, সোহরাওয়ার্দ্দী মার্কেট এর সকল ব্যবসায়ীবৃন্দ সহ ২নং রেলওয়ে সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে জানানো হয়, শহরের ২নং রেলগেইট এলাকা থেকে দুই শতাধিক গেঞ্জির থানসহ অন্যান্য ব্যবসায়ীকে কোন প্রকার বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও কর্মসূচীতে নারায়ণগঞ্জের রহমত উল্লাহ্ মার্কেটের উপর আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা বহাল থাকা স্বত্তে¡ও সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্যবসায়ীদের মাত্র ২ ঘন্টার নোটিশে কোন ক্ষমতার বলে মার্কেটটি গুড়িয়ে দিলো সে বিষয়ে সাংবাদিকদের সামনে জবাব চান ক্ষতিগ্রস্থ দোকান মালিকগন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের কাছে পুনর্বাসনের মাধ্যমে ব্যবসা করার সুযোগ চেয়ে অনুরোধ জানান। পাশাপাশি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সহ নারায়ণগঞ্জের ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদেরও সংশ্লিষ্ট বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মধ্যে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বাবুল দেওয়ান ও রিপন সরকার। তারা বলেন, রেলওয়ে মার্কেট, রহমতুইল্লাহ মার্কেট, বিনোদন সুপার মার্কেট সহ বিভিন্ন্ মার্কেট ভাঙ্গা হয়েছে। আমরা এ দেশের নাগরিক। আমরা ভ্যাট দেই, ট্যাক্স দেই। আমরা সিটি কর্পোরেশনের সকল নিয়ম কানুন মেনে ব্যবসা পরিচালনা করি। তারপরেও কোন রকম পুনর্বাসন ছাড়াই আমাদের মার্কেটগুলো বিনা নোটিশে ভেঙ্গে ফেলা হলো। আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছি। তাই বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন আপনি আমাদের জন্য কিছু করুন। আমরা যেন আমাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে দুমুঠো খেতে পারি। নারায়ণগঞ্জে অনেক সরকারি পতিত জমি রয়েছে। আমাদের সেই জমিগুলোতে স্থায়ীভাবে ব্যবসা বানিজ্য করার সুযোগ করে দিন।

add-content

আরও খবর

পঠিত