নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা সরকারের উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। ৭ই মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সারাদেশে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৩৩৭ কর্মকর্তা।
এদিকে, পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাছাড়া উপসচিব পদে পদোন্নতি প্রাপ্ত দুই কর্মকর্তার সাফল্য কামনা করে তাদের অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো.মোস্তাইন বিল্লাহ।
এছাড়াও জেলা প্রশাসনের দুই কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা সরকারের উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় টিম নারায়ণগঞ্জের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।