নারায়ণগঞ্জ অচল করে দিবো : হকার নেতা রহিম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর সংবাদ দাতা ) : মেয়র আইভিকে উদ্দেশ্যে করে হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুর রহিম মুন্সি বলেন, আজ ৫শ নিয়ে নেমেছি প্রয়োজনে ৫ হাজার জন নিয়ে নারায়ণগঞ্জ অচল করে দিবো। হুশিয়ারি করে দিলাম ! এখনো সময় আছে আমাদের নিয়ে বসেন। আমাদের দাবি আদায় করেন। পুর্নবাসন চাইছি, আপনাদের কাছে ভিক্ষা চাই নাই। ৩ই মার্চ বুধবার নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকার পুর্নবাসনের দাবিতে ২য় দিনের মত বিক্ষোভ মিছিল ও সমাবেশের বক্তব্যকালে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে হকারদের জন্য পূণর্বাসনের ব্যবস্থা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। কিন্তু নারায়ণগঞ্জের হকারদের মতো কোথাও এভাবে নির্যাতন হয় না। নারায়ণগঞ্জের বিভিন্ন অলি গলিতে হকার বসছে কিন্তু অভিযান শুধু চাষাঢ়ার মধ্যেই। মেয়রের কাছে আবেদন আপনি হকারদের পূণর্বাসন করে হকার উচ্ছেদ করুন। গরীবের পেটে লাথি মারলে আল্লাহপাক পছন্দ করেন না। কিন্তু মেয়র সে কাজটিই করছেন, এটা কোনো অবস্থাতেই ভালো কাজ না। নারায়ণগঞ্জে পূণর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না।

মেয়র আইভিকে উদ্দেশ্যে করে আব্দুর রহিম মুন্সি আরো বলেন, চাষাঢ়ার হকারদের উপর এই নির্যাতন দয়া বন্ধ করেন। তাছাড়া দিনের বেলায় সমস্যা হলে সন্ধ্যার পর হলেও হকারদের বসতে দেন। প্রয়াত নাসিম ওসমান ডিসি মহোদয়কে বলেছিলেন পুরো নারায়ণগঞ্জে হকার বসবে তথা চাষাঢ়াও হকার বসবে। আজ তিনি নাই বলে আমরা অসহায় হয়ে পরেছি। হকারদের বসতে দেন নয়তো পূণর্বাসন করে দেন।

এদিকে এদিন নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের সভাপতি রহিম মুন্সির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে ২নং রেল গেইট হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে হকার নেতৃবৃন্দ। তাছাড়া এ সময় হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে নারায়ণগঞ্জের সর্বস্তরের হকার এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্যকালে হকার্স সংগ্রাম পরিষদের আহবায়ক আসাদুল ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে স্বারকলিপি দিয়ে, হকারদের দাবীগুলো পেশ করেছি। কিন্তু কেউ হকাদের দিকে নজর দিচ্ছেন না। তবে জানিনা কোন অদৃশ্য শক্তির কারণে চাষাঢ়া সোনালী ব্যাংক থেকে ২নং রেল গেইট পর্যন্ত হকারদের নির্যাতন করা হচ্ছে। আপনারা শহরকে সিংগাপুর মালয়েশিয়া বানাবেন তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরাও চাই এটা হোক। কিন্তু তার আগে এই হকারদের পূণর্বাসন করুন। আমি জানতে চাই, কেনো হকাদের পূণর্বাসন করা করা হচ্ছে না। ওনারা বলেছিলো জায়গা ঠিক করে দিতে আমরা বলেছিলাম হকার্স মার্কেটকে বহুতল ভবন করে দিন। আপনারা বলেন ফুটপাতে হকার বসলে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। তাহলে ফুটপাতের জায়গা দখল করে চুনকা পাঠাগার করছেন। সেটা কি সমস্যা হয় না? এভাবে আরও অনেক স্থানে এমনটা করা হয়েছে এ নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। আমাদের পূণর্বাসনের ব্যবস্থা না করে যদি উচ্ছেদ করা হয় তাহলে আমাদের এই বিক্ষোভ কর্মসূচী চলতে থাকবে। এবং পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের কর্মসূচী চলতে থাকবে।

add-content

আরও খবর

পঠিত