নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সদর থানার গোগনগরের সুকুম পট্টি-বাপ্পী চত্বর এলাকার জনগণের চলাচলের জন্য সড়কটি বেহাল দশা। গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারে দেখার যেন কেউ নেই! ছোট ছোট গর্তে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি প্রায় দুর্ঘটনা ঘটছে। শহর থেকে শহীদ নগর হয়ে মুন্সীগঞ্জ যাওয়ার জন্য এ গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে জনগণের ভোগান্তি চরমে উঠেছে।
অপর দিকে রাস্তাটি খুবই সরু। বর্ষার মৌসুমে সড়কের গর্তে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়াও সড়কের পাশে পয়নি:স্কানের জন্য নির্মিত ড্রেনের ঢাকনা ও নেই, এখানে জনগণের বিপত্তি যেন পিছু ছাড়ছে না। জরাজীর্ণ এই সড়কে স্কুলে কলেজের ছাত্র-ছাত্রী চলাচল সহ সর্বস্তরের মানুষের চলাচল করে থাকে। মাঝে মধ্যে জেলার গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের গাড়ি চলাচল করতে দেখা যায় ।
সালাম নামে এক ব্যবসায়ী তিনি জানান, প্রায় তিন থেকে চার বছরের বেশি সময় ধরে এই সড়কটি এই অবস্থা। রাস্তাটি খুবই সরু এবং রাস্তার রড গুলো বের হয়ে আছে এছাড়াও এই রাস্তাটি দিয়ে প্রতিদিন ট্রাক ও কভার ভ্যান ও চলাচল করে থাকে ফলে মহা যানজট লেগে থাকে, রাস্তাটি সংস্কারের পাশাপাশি বড় করার দাবি জানান। তিনি আরো বলেন, আগের যে নওশেদ চেয়ারম্যান, এখন তো তিনি মারা গেছেন কিন্তু তিনি জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় নির্বাচনে আগে এই সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল পরে নির্বাচনে বিজয়ী হবার পর কোন কাজই করলেন না কিছু দিন আগে তো তিনি মারা গেছেন এখন বর্তমানের চেয়ারম্যানের এখন যদি তিনি কিছু করেন।
২নং ওর্য়াডের মেম্বার হাজী মুক্তার তিনি জানান, সিটি কর্পোরেশনে টেন্ডার জমা দিয়েছি সেটা পাশ হয়ে গেছে আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে কাজ শুরু হবে ইনশ আল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন ভাইকে বার বার ফোন দিয়ে ও তার সাথে কথা বলা সম্ভব হয়নি