নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নতুন সাজে, নতুন রুপে নারায়ণগঞ্জে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ত্রিনাথ সুইট এর শুভ উদ্ধোধন করলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তানভীর আহমেদ টিটু। ২৬ই ফেব্রæয়ারি শুক্রবার বেলা ৩ টায় শহরের চাষাড়ার ২৮০ নিউ বি.বি. রোড এ অবিস্থত ত্রিনাথ সুইটের প্রতিষ্ঠানটি উদ্ধোধন করা হয়।
ত্রিনাথ সুইট এর মালিক গিরিদারি ঘোষ বলেন, দীর্ঘ অনেক বছর ধরে আমি সুনামের সাথে ব্যাবসা করে আসছি। আপনাদের সকলে সহযোগিতা বিগত দিনের থেকে আরও সুন্দর ও খাবারের গুণগত মান ভালো রেখে গ্রাহকদের সেবা দিয়ে যাবো। উদ্ধোধন অনুষ্ঠানকালে এ সময় অন্যান্যদের মধ্যে এলাকার গন্যমান ব্যাক্তি সহ মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
এদিকে ত্রিনাথ সুইট এর মালিক গিরিদারি ঘোষ একমাত্র ছেলে রবিন ঘোষ বলেন, দেশ ডিজিটাল হচ্ছে তাই আমাদের ও উচিত আমাদের কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্ঠানকে ডিজিটাল করা। এ চিন্তা ধারায় ত্রিনাথ সুইট নতুন সাজে সম্পুর্ন ডিজিটাল ভাবে সাজানো হয়েছে।