আমরা হিন্দু-মুসলিম মিলে মিশে একটি সুন্দর নগরী গড়ে তুলবো : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন্দ্রীয় মহাশশ্মানে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শশ্মানে এই কালী পূজা আয়োজন করা হয়। প্রায় একশত বছরের পুরাতন এই পূজা ধারাবাহিক ভাবে চলে আসছে। কাউন্সিলর খোরশেদ শশ্মানে পৌছালে পূজা কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার সাহা, বুরান মূখার্জী ও অন্যান্য নেতৃবৃন্দ ফুল দিয়ে কাউন্সিলরকে স্বাগত জানান।

আজ সন্ধ্যা ৭ টায় ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কেন্দ্রীয় শশ্মানে অনুষ্ঠিত পূজা পরিদর্শন করেন এবং পূজারী ও ভক্তগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি মেয়ররের পক্ষ থেকে আগত সবাইকে স্বাগত জানান।

এ সময় ভক্তদের উদ্দেশ্য কাউন্সিলার খোরশেদ পূজারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির নগরী। আমরা হিন্দু মুসলিম মিলে মিশে এই নগরীকে বাসযোগ্য করে গড়ে তুলবো। এসময় আরো উপস্থিত ছিলেন শিশির দাস, আনোয়ার মাহমুদ বকুল, রানা মজিব, নাজমুল কবীর নাহিদ।

add-content

আরও খবর

পঠিত