নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য ও ফটো সাংবাদিক পাবেল হকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ৫ই ফেব্রুয়ারি শুক্রবার বিকালে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শহরের গলাচিপা এলাকার নিজ বাসভবনে পাবেল এর মা মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে ছেলে, ছেলের বউ, নাতি ও আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুম্মা গলাচিপা জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।