আজমেরী ওসমানের সহযোগিতায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা মডেল জেলা হিসেবে রুপান্তিত করতে প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমানের সহযোগিতায় পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৪ঠা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি তরিকুল ইসলাম লিমনের পরিচালনায়  রেলস্টেশন, শহীদ মিনার সহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে এই খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নছোঁয়া পথ শিশু পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধান হাবিব। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য জননেত্রী শেখ হাসিনা যেভাবে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে পৃথিবীতে তা বিরল আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই মানবের কল্যাণে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম এক দৃষ্টান্ত উদাহরণ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান। ইতিমধ্যেই আজমেরী ওসমান এবং নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন সংগঠনটি বিভিন্ন মসজিদ, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

add-content

আরও খবর

পঠিত