নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে দরিদ্র পথ শিশু ও গরীব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান স্মৃতি দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন। ৩০ জানুয়ারি শনিবার দুপুরে নাসিম ওসমান ফাউন্ডেশন এর সহযোগিতায় স্বপ্নছোঁয়া পথ শিশু পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধান হাবিবের পরিচালনায় প্রতিদিনের ন্যায় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, রেলস্টেশন, শহীদ মিনার সহ শহরের বিভিন্ন স্থানে এই খাদ্য বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ক্ষুধা ও দারিদ্র মুক্ত ডিজিটাল বাংলাদেশ ঘোষণা বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলাকে রাষ্ট্রের মডেল জেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জননেতা আলহাজ্ব আজমেরী ওসমানের পক্ষ থেকে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।
এছাড়া স্বপ্নছোঁয়া পথ শিশু পাঠশালার সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর উত্তম আদর্শে গড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কার্যক্রমে আমরা সহকর্মী হয়ে কাজ করে যেতে চাই ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান। ইতিমধ্যেই এ সংগঠনটি বিভিন্ন মসজিদ, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যপক সুনাম অর্জন করেছেন।