নবাগত ডিসি মোস্তাইন বিল্লাহকে প্রতিবন্ধি প্রগতি সংস্থ্যার অভিনন্দন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধি প্রগতি সংস্থ্যার নেতৃবৃন্দ। ১৯ জানুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা ফুলেল তোড়ন দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এসময় সংগঠনের মহসচিব ইউসুফ হাওলাদার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম মহসচিব আকরামুল ইসলাম, রেনু বেগম, কার্যনির্বহী সদস্য মাসুদুর রহমান ও আব্দুল হান্নান, সদস্য নাজমা বেগম, সাহের প্রমুখ।

উল্লেখ্য, সংগঠনটির উপদেষ্টা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগীতায় এ সংগঠনটি সমাজের বিভিন্ন অবক্ষয় রোধেও কাজ করে যাচ্ছে। এছাড়াও সংগঠনের চেয়ারম্যান মাহমুদ তরিকুল ইসলাম লিমনের তত্ত¡াবধায়নে জাতীয় সকল অনুষ্ঠানে নিজেদের নিয়োজিত রাখছে সকল সদস্যগণ। নিজেদের উন্নয়নের পাশপাশি সমাজের বিভিন্ন প্রতিবন্ধি মানুষের অবকাঠামোর পরিবর্তন এর জন্যও তারা বদ্ধ পরিকর বলে জানিয়েছেন প্রতিবন্ধি প্রগতি সংস্থ্যার কর্মকর্তারা।

add-content

আরও খবর

পঠিত