আ.লীগ নেতা বাদশা ভূইয়ার ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি, প্রবীণ আওয়ামীলীগ নেতা এবং শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব বশির উদ্দিন ভূইয়া ওরফে বাদশা ভূইয়া ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন )। ১১ জানুয়ারি সোমবার রাত ১২ টায় নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। মরহুমের মৃত্যুতে ১৭ নং ওয়ার্ড এলাকায় নেমেছে শোকের ছায়া।

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি এ বি এম সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হাসান ভূইয়া, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, জাগ্রত সংসদের সাবেক সভাপতি জুনায়েদ ভূইয়া নাফি সহ প্রমুখ।

মরহুমের মৃত্যুতে রাগীব হাসান ভূইয়া বলেন, বাদশা ভূইয়া অত্র ওয়ার্ডের পঞ্চায়েত এর প্রধান ছিলেন। তিনি এলাকার সুখে দুখে সব সময় মানুষের পাশে সব সময় ছায়া হয়ে থাকতো। তার এই মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। আমরা একজন ভালো অবিভাবক হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

add-content

আরও খবর

পঠিত