নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মুস্তাকিন মিয়া (২৩ ) নামের এক যুবক শ্রমিক মারা গেছেন। ৩ জানুয়ারি রবিবার বিকাল ৪ টায় রেলষ্টেশনের রেলওয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক চাষাড়ায় রেলের ডাবল লাইন প্রকল্পের চায়না কোম্পানির অধিনে মেশিনে রড কাটার কাজ করতে তিনি। নিহত যুবক শ্রমিক মুস্তাকিন এর গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার দেওপাড়া গ্রামের মো.আবুল মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ ফাঁড়ির এসআই মোহাম্মদ রহমান ঘটনার সততা নিশ্চিত করে জানান, শ্রমিক মো. মুস্তাকিন মিয়া লাশ উদ্ধার করে বর্তমানে আমাদের হেফাজতে রাখা হয়েছে। চায়না কোম্পানির কর্তৃপক্ষ এর ও নিহতের স্বজনের মধ্যে আলোচনা শেষে তাদের সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকের লাশ হস্তান্তর করা হবে। তবে ইতিমধ্যে এ ঘটনায় আমাদের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আর নিহতের পরিবার যদি চান তাহলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।