নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একদিন আগে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের পূর্বঘোষিত ৯ জানুয়ারির সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে প্রতিটি উপজেলায় প্রস্তুতি সভা এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের লোকদের চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই ৩ জানুয়ারি রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক শেষে সমাবেশ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন শামীম ওসমান। সম্প্রতি করোনা সংক্রমনের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মূলত করোনার ২য় ধাপ চলমান থাকা ও সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় এই সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে রবিবার বিকাল পৌঁনে ৫টার দিকে নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে নেতা-কর্মীদের নিয়ে এক জরুরি সভায় আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জুয়েল হোসেন।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ওয়েব বেড়ে যাওয়ায় জননেতা এমপি শামীম ওসমানের ডাকা ৯ জানুয়ারির জনসভা স্থগিত করা হয়েছে। ৩ জানুয়ারি রবিবার কর্মীদের নিয়ে রাইফেলস ক্লাবে বিকাল পৌঁনে ৫টার সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জনসমাবেশের পরবর্তী তারিখ নেতা-কর্মীদের সাথে আলোচনা করে জানিয়ে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান স্মৃতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু প্রমুখ।
এ ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহা বলেন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দরের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের নিয়ে বসছিলেন এমপি শামীম ওসমান। করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৯ জানুয়ারির জনসমাবেশ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে দেশকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একদিন আগে ৯ জানুয়ারি উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বড় ধরণের জনসভা করার ঘোষণা দেন জনপ্রিয় এমপি শামীম ওসমান। মূলত, আওয়ামী লীগ সভানেত্রী ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি চক্রের ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে এই মহাসমাবেশ আয়োজনের ডাক দেন তিনি।
এটিকে সফল করতে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদরসহ বেশ কয়েকটি কর্মী সভাও করেন এমপি শামীম ওসমান। কয়েক লাখ নেতাকর্মী নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্য সুরক্ষার কথাটি মাথায় রেখে শেষ পর্যন্ত সমাবেশটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।