নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার অত্যন্ত পরিচিত পরিবহন সংগঠক ও পরিবহন নেতা মোক্তার হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। ৩ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়–স্বজন, বন্ধু–বান্ধব ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।
আজ ৪ জানুয়ারি সোমবার সকাল ১০টায় দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মোক্তার হোসেন এর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবার। উক্ত জানাযায় সর্বস্তরের জনসাধারনের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন তার ছেলে খন্দকার আতিক ইশরাক সবুজ। পাশাপাশি তার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোক্তার হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ–৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ–৪ আসনের এমপি শামীম ওসমান ও নারায়ণগঞ্জ–৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। শোক জানিয়েছেন, মোক্তার হোসেনের বন্ধু মহল। তারা সকলের কাছে বিদেহী আত্মার মাফফেরাত কামনায় দোয়া চেয়েছেন।
এছাড়াও পরিবহন নেতা মোক্তার হোসেন এর মৃত্যুতে পরিবহনের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে উল্লেখ করে দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানানো হয়।
প্রসঙ্গত, মোক্তার হোসেন একযোগে দি নিউ আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড এর প্রতিষ্ঠাতা সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বাস–মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি, মিনিবাস মালিক ঐক্যজোটের সভাপতি, খাজা সুপার মার্কেটের সভাপতি, শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদের সিনিয়র সহ–সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ–সভাপতি, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সহ–সভাপতির দায়িত্বে ছিলেন।