নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : লীগে দুই দলেরই ৩নং ম্যাচ। আগের দুই ম্যাচেই পরাজয় দেখেছে ঐতিহ্যবাহী রেইনবো এসি। কেসি এ্যাপারেলস আগের দুই ম্যাচে ১ জয়, ১ পরাজয়। লীগে টিকে থাকার কঠিন সংগ্রামে রেইনবোকে জিততেই হবে এমন সমীকরনে মাঠে নামে তারা। ম্যাচ জিততে পারেনি রেইনবো। হেরেছে ৪২ রানে। সামনে আরও ৫ ম্যাচ। দলের ব্যাটিং ভাল না হলে ভুগতে হবে রেইনবোকে। এটি হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ১০ম ম্যাচ।
সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে ৩০ ডিসেম্বর বুধবার সকালে টস জিতে রেইনবোর অধিনায়ক ব্যাট করতে পাঠায় কেসি এ্যাপারেলসকে। ওপেনার জনি তালুকদার ও মিডলঅর্ডারে রিফাত এর দুই অর্ধশত রানের উপর ভর করে ৫০ ওভারে কেসি এ্যাপারেলস ২৪৫ রানে অলআউট হয়ে যায়। জনি ৫৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫০ এ আউট হন। নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিফাত ৭৪ বল খেলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় আউট হন ৬১ রানে। অমিত হাসান আউট হন ৩৩ রানে। খেলেছেন ৫৮ বল,চার মেরেছেন ৩টি। বহিরাগত কোটায় খেলা ইলিয়াস সানি ৩ বাউন্ডারিতে ফিরেন ১৯ রানে। রনি ফয়সাল ১ বাউন্ডারি ও ১ছক্কায় ১৮ এবং মাযহারুল ইসলাম আদিব করেন ১৪ রান। রেইনবোর বোলার এবং ফিল্ডাররা মিলে আরও ৩৯ রান দিয়েছেন কেসিকে। যেটি ছিল অতিরিক্ত! ২৪৬ রান করতে হবে জেতার জন্য। রেইনবো ২০৩ রানেই থেমে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। ৬২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন কিপার জাকির। সালমান তাওয়ামা ২৪ রান করেন ৪৬ বলে। আতিকুল হাসিব ১১ বলে ২০ রানে ফিরেন। ধ্রæব করেন ২১ রান ৪৫ বলে। নুর মোহাম্মদ সোহাগ ১৯ রানে আউট হন। রিফাত খান ৩২ রানে ৩টি এবং রনি ফয়সাল ৩০ রানে ২ উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর :
কেসি এ্যাপারেলস ক্রিকেট ক্লাব : ২৪৫/১০(৫০ ওভার) রিফাত-৬১, জনি তালুকদার-৫০, অমিত হাসান-৩৩, ইলিয়াস সানি-১৯, রনি ফয়সাল-১৮, মাযহারুল আদিব-১৪। অতিরিক্ত-৩৯। রাসেল বাপ্পি-৫/৪১, জাকারিয়া সবুজ-৩/৩৯।
রেইনবো এ্যাথলেটিক ক্লাব : ২০৩/১০ (৪৮.৩ ওভার) জাকির হোসেন-৫১, ধ্রæব-২৪, আতিকুল হাসিব-২০, সালমান তাওয়ামা-২৪, নুর মোহাম্মদ সোহাগ-১৯, ফাহাদ-১২, অনিক-১২, জাকারিয়া সবুজ-১১। অতিরিক্ত-২০। রনি ফয়সাল- ২/৩০ রিফাত খান-৩/৩২
আম্পায়ার : মো. আসাদ ও মোঃ সাইফুল ইসলাম। স্কোরার : সাদ্দাম ও ডালিম (অল লাইন)।
আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে সকাল ৯টায় নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও সামসুজ্জোহা স্মৃতি একাদশ খেলা।