বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম ব্যাচের বর্ষপূর্তি পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম ব্যাচ-১ এর ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। ১৫ই ডিসেম্বর মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাছাড়া ঐ দিন দেশের বিভিন্ন হাসপাতালে কেক কাটা ও মিষ্টি  বিতরণ সহ নানা আয়োজন ও কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালিত হয় ।

বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম ব্যাচ-১ এর সভাপতি মো. মিশর হোসেন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিগ্রেডিয়ার মো. নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মিশর হোসেন নার্সদের উদ্দেশ্যে বলেন, নার্সরাই হচ্ছে এদেশের চিকিৎসা সেবায় প্রধান সৈনিক। আপনাদের আন্তরিকতা ও সৌহাদ্যপূর্ন আচরণই পারে একটি সুন্দর, সুশৃঙ্খল চিকিৎসা পরিবেশ তৈরি করতে। এছাড়া অন্যান্য হাসপাতালের নেতৃবৃন্দ, তাদের হাসপাতালে অনুষ্ঠানটি উৎযাপন করেন। অনুষ্ঠানে সকল নার্স ও বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরামের নেতৃবৃন্দের উদ্দেশ্য উক্ত ফোরামের সভাপতি, মোঃ মিশর হোসেন বলেন, দেশ ও দশের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, রোগীদেরকে সঠিক সেবা প্রদান ও এই পেশার মান উন্নয়নে সবাই মিলে একযোগে কাজ করতে হবে এবং আমি সর্বাবস্থায় সুখে দুঃখে আপনাদের হয়ে কাজ করে যাবো ইনশা আল্লাহ।

তিনি আরো বলেন, আশা করি আগামী দিনে সবার সহযোগিতায় প্রতি বছরই এই বর্ষপূর্তির অনুষ্ঠানটি আমরা আরোও উৎসব মুখর পরিবেশে পালন করবো। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের আয়োজনে যারা সহযোগিতা করেছেন। আয়োজিত বর্ষপূর্তির অনুষ্ঠানটি বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম ব্যাচ-১ এর সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম জুয়েল এর পরিচালনায় এ সময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মোঃ জামাল সিদ্দিকী (উপদেষ্টামণ্ডলী, ব্যাচ-১), মো. সাইফুল তালুকদার, মূখ্যপাত্র (ব্যাচ-১), মো. রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক (ব্যাচ-১), হোসেন আরা, (সহ-সভাপতি, ব্যাচ-১) সহ প্রমুখ।

উল্লেখ্য, সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি এবং সকল কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যেই যাত্রা শুরু করে বিপিএসসি ১ম ব্যাচ অর্থাৎ ২০১৬ সালে নিয়োগ প্রাপ্ত নার্সদের নিয়ে সম্পূর্ণ অরাজনৈতিক বিপিএসসি নার্সিং অফিসার্স ফোরাম।

add-content

আরও খবর

পঠিত