ফ্রান্স প্রেসিডেন্টের বিদ্রুপের প্রতিবাদে এখনো উত্তাল নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ফ্রান্স প্রেসিডেন্টের বিদ্রুপের প্রতিবাদে এখনো উত্তাল নারায়ণগঞ্জ। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জুম্মা নামাজের পর থেকে প্রতিটি মসজিদ থেকে মুসুল্লিরা শহরের আলী আহম্মেদ চুনকা নগর পাঠাগারের সামনে মিলিত হয়। এসময় খন্ড খন্ড মিছিল সমবেত হলে পুরো শহরে মুসুল্লিদের ঢল নামে। মুসুল্লিরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়। এছাড়াও ফ্রান্সের পণ্য বযকট সহ আগামীকাল সকালে প্রতিটি মসজিদ থেকে যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষনা দেন বক্তারা।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফুতল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ সহ বিভিন্নস্থানে মসজিদের বাহিরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন মুসুল্লিরা। কোন কোন স্থানে মানববন্ধন, সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উত্তাল ছিল পুরো জেলা।

এরআগে গত শুক্রবার মহাসমাবেশ করেছিল মহানগর উলামা পরিষদ। পরে সোমবার হেফাজতের ডাকে সাইনবোর্ড এলাকায় বিভিন্নস্থান থেকে তাদের সর্মথকরা জড়ো হয়েছিল। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশের অনুরোধে সাইনবোর্ড এলাকাতেই শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে দেয় হেফাজত নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ অনুমতি দিলে মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে নারায়ণগঞ্জ হেফাজতের কয়েকজন নেতা তাদের কর্মসূচীতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন।

add-content

আরও খবর

পঠিত