নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতনী নারীদের হাতে পূজোর উপহার তুলে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩, ১৪, ১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিজ কার্যালয়ে এসব উপহার বিতরণ করেন তিনি।
এসময় শারমিন হাবিব বিন্নি বলেন, উৎসব মানেই আনন্দ। তবে আমাদের অসতর্কতায় যেন আনন্দ বেদনায় পরিণত না হয়। যেহেতু সারাবিশ্ব আজ অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতংকিত, সুতরাং আমরা যেন সকলেই স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালন করি। কেউ যেন মাস্ক ছাড় বাড়ির বাইরে বের না হই। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। সবশেষে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান শারমিন হাবিব বিন্নি।