নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব সংবাদ দাতা) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও তোলারাম কলেজ সাবেক ভিপি ও সাবেক পৌর প্রসাশক আলহাজ্ব এড. আবু হাসনাত মো.শহিদ বাদল করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (০৫ অক্টোবর) তার করোনা নির্নয়ের ফলাফল পজেটিভ আসে।বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবা নিচ্ছেন। দল মত নির্বিশেষে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, করোনার শুরু লগ্ন থেকে সম্প্রতি সময়ে তিনি সাধারণ মানুষের সহযোগীতায় নিরালশ পরিশ্রম করে গেছেন। একইসঙ্গে করোনায় আক্রান্ত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয়ার পাশাপাশি দলকে সুসংগঠিত করতে মাঠে চষে বেড়িয়েছেন।পাশাপাশি বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের সাথে কাধেঁ কাধঁ মিলিয়ে ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী। ঐক্যবদ্ধ নেতৃত্ব সৃষ্টিতে দিনরাত ঘাম ঝড়িয়ে এদিক সেদিক ঘুরে পৌছে দিচ্ছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলশ পরিশ্রমের বানী।
এদিকে, সংগ্রামী এই নেতা নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়ায় তার রোগ মুক্তি কামনায় সর্বত্রই দোয়া প্রার্থনা করছেন তার বন্ধু, নেতাকর্মী, সহযোদ্ধা সহ অনেকেই।ইতমধ্যে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া করা হয়েছে। সম্প্রতি মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহত পরিবারকে সমবেদনা ও সহযোগীতা করেছেন তিনি।