নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব চানমারি এলাকায় ব্যবসায়ী সংগঠনটির নিজস্ব ভবনে এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে ও যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ ও বিকেএমইএ এর সভাপতি একেএম সেলিম ওসমান।
অনুষ্ঠানের শুরতে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত সম্মানিত অতিথি ও ব্যবসায়ী নেতারা। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনা সহ শেখ হাসিনা ও তার পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়েছে। পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে সাংসদ সেলিম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কেউ হবে না। তাই উনার জন্য সকলেই দোয়া করবেন। উনার ছেলে মেয়েরা হয়তো পাবে। তবে উনি যে তৎক্ষনাত সিদ্ধান্ত দিতে পারেন, এটা আমার মনে হয় না অন্য কেউ পারবেন। তিনি বাংলাদেশের এমন একজন নেতা, মেহনতি মানুষের নেতা। যার ফর্মুলা অনুসরণ করে পৃথিবীর অনেক দেশেই এখন কাজ করছে। বিশ্বব্যাপি তিনি নানা পুরস্কারে পুরস্কিত হয়েছেন।
এমিপ সেলিম ওসমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত মানুষ আছে বলেই এতোগুলো মানুষ বাংলাদেশে ঠাই পেয়েছে। রোহিঙ্গারা আজ স্বাচ্ছন্দে বসবাস করছে।ওরাও অনেক নেতীবাচক দিক রয়েছে, তবে তাদেরকে প্রোটেকশন দিয়ে হলেও দেশকে ঠিক রাখতে হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীকে।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, ইয়ার্ন মার্চেন্ট সাবেক সভাপতি সোলায়মান, বিকেএমইএ এর সাবেক সভাপতি মো. হাতেম মিয়া, বাংলাদেশ ক্লোথ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি প্রবির সাহা, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, সাবেক নারী সংরক্ষিত এমপি এড. হোসনে আরা বাবলী, বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, উপজেলা চেয়ারম্যান এহসান, চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি এড. হাসান ফেরদাউস জুয়েল, বর্তমান সভাপতি মো. মোহসিন মিয়া, সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রোমন রেজা, যুবলীগ নেতা ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।