নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নবঘোষিত আংশিক কমিটির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এতে ব্যাপক শোডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
২১ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে এ শোডাউন করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারের আশেপাশে উপস্থিত হয়। পরে কয়েকশ নেতাকর্মী একত্রিত হয়ে কেন্দ্রীয় কমিটির সাথে মিছিল করে শো-ডাউন করে। এই সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের মাহবুব রহমান, সালাউদ্দিন সালু, মনিরুজ্জামান মনির, জাহিদ আমির, জাকির হোসেন, রবিন, ফারুক, হো:সানি, রাসেল মাহমুদ, আ: হালিম, শফিউল আজম, রাজু, রাসেল আহম্মেদ, আনোয়ার হোসেন, গাজী, দেলোয়ার, আয়নাল, খোকন, গাজী আহসান, নুরুল হক, শফিক, নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।