মসজিদে বিস্ফোরণে নিহত সাংবাদিক নাদিমের ছেলের দায়িত্ব নিলেন ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের ছেলের পড়ালেখার যাবতীয় খরচ বহনের দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল। পাশাপাশি মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবারের পাশে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী পাশে দাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে তল্লা বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে সংক্ষিপ্ত শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় বক্তব্য প্রদানকালে নিহত সাংবাদিক নাদিমের ছেলের পড়ালেখার যাবতীয় খরচ বহনের ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক।

বক্তব্যে শহীদ বাদল বলেন, শোকাবহ আগস্ট মাস কাটতে না কাটতেই আরেকটি শোকের ছায়া। কয়েক সেকেন্ডেই ঝড়ে গেলো কতোগুলো প্রাণ। পশ্চিম তল্লা মসাজিদের এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আমি দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি। এছাড়াও দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি সার্বক্ষণিক এ ঘটনার খোঁজ খবর নিচ্ছেন, অগ্নিদগ্ধদের বিশেষ স্বাস্থ্য সেবা নিশ্চিত করছেন।

শোক সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইকবাল পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মসজিদে বিষ্ফোরনে আহত ও নিহত পরিবারগুলোকে ৭ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়।

add-content

আরও খবর

পঠিত