নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ এর আয়োজন করা হয়েছে। ৩১ আগস্ট সোমবার এক বিবৃতিতে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ্য করেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে জন জীবন প্রায় বিচ্ছিন্ন। বর্তমান এই পরিস্থিতিতে আমাদের সকলেরই উচিৎ সর্তকতা অবলম্বন করে চলা। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নির্দেশ মোতাবেক বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী দেশ ও দশের স্বার্থে সামাজিক দূরুত্ব বজায় রেখে পালন করার উদ্যোগ গ্রহন করেছে মহানগর বিএনপি।
তাই ১লা সেপ্টম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিবাজারস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আমি মহানগর বিএনপির নেতৃবৃন্দদের উপস্থিত থাকার আহবান করছি।