আজমেরী ওসমানের উদ্যোগে দোয়া ও এতিমদের খাদ্য বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজমেরী ওসমানের উদ্যোগে মাদ্রাসার এতিম ও শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। আজ ৩১ আগস্ট সোমবার দুপুরে বাদ যোহর পুরাতন জিমখানা ডিআইটি মসজিদ সংলগ্নে মনির হোসেন এর সহযোগীতায় এ আয়োজন করা হয়।

এরআগে কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে দোয়া পরিচালনা করেন, মুফতি মাঈনুল ইসলাম। এসময় দেশে বর্তমান করোনা পরিস্থিতি থেকে মুক্তি, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের মৃত সদস্যদের জন্য ও সাবেক সাংসদ নাসিম ওসমান এর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এতে সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন নাসিম ওসামন স্মৃতি দুস্থ ও জনকল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন। আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আনিস উদ্দিন আহম্মেদ, সাবেক জাতীয় ফুটবলার ও জাতীয় পার্টি সাবেক নেতা আলীম মিয়া, ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটি সভাপতি সালাউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউদ্দিন জিকু, ফরহাদ রেজা, সজিব রায় অভি, মো. ইব্রাহীম, সাদ্দাম হোসেন, মো. ইমন, লক্ষন, অপু,জাফর, অনিক, আনন্দ, আলিফ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত