নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে অগ্নিকান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত কলেজ রোড এলাকায় সরকারি তোলারাম কলেজ এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক হলের চতুর্থ তলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১০ আগস্ট সোমবার বিকালে ব্যবস্থাপনা বিভাগে অগ্নিকান্ডের পর মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা যায়।

এ প্রসঙ্গে মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, কলেজে অনলাইন ক্লাস চলমান থাকায় কলেজ ভবনের বিদ্যুৎ সচল ছিলো। স্টোর রুমে অবস্থিত বৈদ্যুতিক সুইচ বোর্ড থেকে শক সার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি। তাছাড়া স্টোর বক্সে কিছু পরীক্ষার খাতা ছিলো সেসব আগুনে পুড়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে বিস্তারিত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।

সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চতুর্থ তলা ব্যবস্থাপনা বিভাগের টয়লেটে কালো ধোয়ার কুন্ডলী দেখতে পান কলেজে অবস্থানরত শিক্ষক ও কর্মচারীরা। মুহূর্তের মধ্যে তা আরো ছড়িয়ে পড়তে থাকে। সাথে সাথে আমরা বিদ্যুতের মেইন সুইচটি অফ করে উপরে এসে আমরা দেখতে পারি ওয়াশ রুমের উপরে স্টোর বক্সে আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

add-content

আরও খবর

পঠিত